সিঙ্গাপুরে ৬ বাংলাদেশি জিকায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে বিদেশি শ্রমিকদের মধ্যে জিকা ভাইরাস সংক্রমণের খবর আসার পর সেখানে অন্তত ছয়জন বাংলাদেশি মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাই কমিশন। সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামানের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক ইমেইলে তিনি রয়টার্সকে বলেছেন, “সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, বুধবার বেলা ১২টা পর্যন্ত যাদের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ছয়জন বাংলাদেশি রয়েছেন।”
হাই কমিশনার জানান, আক্রান্তদের সবার ক্ষেত্রেই রোগের লক্ষণ দেখা গেছে মৃদু মাত্রায়। তারা হয় ইতোমধ্যে সেরে উঠেছেন, নয়তো সেরে উঠছেন।
বাংলাদে হাই কমিশন এ বিষয়ে সিঙ্গাপুরের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
গত বছর ব্রাজিল ও আশেপাশের দেশগুলোতে জিকার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ বছর ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকার কারণে বিশ্বজুড়ে
জরুরি অবস্থা ঘোষণা করে।
এর তিন মাসের মাথায় সিঙ্গাপুরে প্রথম জিকা ভাইরাস আক্রান্ত রোগী করা শনাক্ত হয়। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি ব্রাজিল ভ্রমণে গিয়ে ভাইরাসে আক্রান্ত হন।
এরপর গত শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক মালয়েশীয় নারীর সিঙ্গাপুরে এসে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
রোববার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা ৪১ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পেয়েছে, যাদের বেশিরভাগই বিদেশ থেকে আসা নির্মাণ শ্রমিক। আক্রান্ত সবাই সিঙ্গাপুরের একই অঞ্চলের বাসিন্দা বা একই এলাকায় কাজ করেন।