ভালুকায় ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
ভালুকা নিউজ ডট কম: ময়মনসিংহের ভালুকায় শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একই সময়ে ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ভালুকা ডিগ্রী কলেজ, ধলিয়া বহুলী স্কুল এন্ড কলেজ, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার কলেজ, আশকা উচ্চ বিদ্যালয়, ভালুকা ফাজিল মাদ্রাসা সহ ১১টি কলেজ, ৪৩টি উচ্চ মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও ২৩টি মাদ্রাসায় একই সময়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশের আয়োজন করে। এতে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানগনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মেস্তফা, ইউএনও কামরুল আহসান তালুকদার, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, অধক্ষ আব্দুর রউফ, উপাধক্ষ কামরুজ্জামান তুহিন, আশেক উল্লাহ চৌধুরী, হাবিবুল্লাহ চৌধুরী, অধক্ষ মুঞ্জুরুল হক খান, এ আর এম শামসুর রহমান, অধক্ষ ওয়াসেক আল আমিন শিপন, অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, খাইরুল ইসলাম, অধক্ষ আতাউর রহমান, আনোয়ারা নিনা, নুরুল ইসলাম মানিক, মোঃ মোস্তাফিজুর রহমানের প্রমুখ।