শিশু ভুবন

শিশুদের মাঝে যুক্তিবাদী চিন্তার প্রসারে কাজ করছে খেলাঘর

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধিঃ পারলৌকিক প্রলোভনের মাধ্যমে তরুণদের ধ্বংসমুখী কার্যকলাপে নিযুক্ত করছে সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি।  এ ধ্বংসমুখীতা বিনষ্ট করতে আজকের প্রজন্মকে আগামীদিনের জন্য তৈরি করতে হবে।  শিশুদের মাঝে যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটাতে হবে। এ জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর।খেলাঘর আসর চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। শুক্রবার সকালে নগরীর চান্দগাঁওয়ে ইপসা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম মহানগর কমিটি। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমন্ডলীর সদস্য অধ্যক্ষ শরীফ আহম্মেদ, অধ্যাপক প্রণয় সাহা ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি,কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। প্রশিক্ষণ কর্মশালা সমন্বয়ের দায়িত্ব পালন করেন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ইউসুফ সোহেল। কর্মশালায় অধ্যক্ষ শরীফ আহম্মেদ বলেন, শরীর ও মনের পরিপূর্ণ বিকাশের মাধ্যমে শিশুদের আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।  তাদের মাঝে বৈজ্ঞানিক ধ্যান ধারণা ও যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটাতে হবে। এ লক্ষ্যে খেলাঘর কাজ করে যাচ্ছে। মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সমতাবোধের আদর্শ প্রতিষ্ঠা করতে খেলাঘরের আন্দোলনকে শক্তিশালী রূপ দিতে হবে। অধ্যাপক প্রণয় সাহা বলেন, দেশের মানুষকে ভালবাসতে শেখায় খেলাঘর।  মাতৃভাষা ও মাতৃভূমির জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের স্মৃতি লালন করে খেলাঘর।  মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার আন্দোলনই খেলাঘরের ব্রত। খেলাঘর মহানগর কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, সংস্কৃতি চর্চাসহ সৃজনশীল কাজের মধ্য দিয়ে শিশু কিশোরদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে। আজকের প্রজন্মকে আগামীদিনের জন্য তৈরি করতে হবে। পাড়া মহল্লায় খেলাঘরের আন্দোলন গড়ে তুলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button