ঢাকাবিভাগীয় খবর
গাজীপুরে সাইদ হত্যা মামলায় ৫ জনের ফাসিঁ
বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ গাজীপুরে ঠিকাদার আবু সাঈদ (৪২) হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন -গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকার শাহাদত আলীর ছেলে ইয়াকুব আলী (৩৫), একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. হান্নান (৩৫), চাঁন মিয়ার ছেলে দেলোয়ার (৩৪), বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩৩) ও বাদন মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৮) । অপরদিকে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মাসুদ মিয়া (২৮) মহানগরীর ধীরাশ্রম এলাকার বাচ্চু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় দেলোয়ার আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ জানান, পূর্বশত্রুতার জের ধরে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার মাটি সরবরাহের ঠিকাদার আবু সাঈদকে ২০০৮ সালের ১৭ জুন বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। পরে রাত ১১টার দিকে আবু সাঈদকে শ্বাসরোধে হত্যা করা হয়। পর দিন পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ওই দিন আবু সাঈদের বাবা একই এলাকার ইয়াকুব, দেলোয়ার, মাসুদ ও হান্নানের নাম উল্লেখ ও আরো তিন-চার জনকে আসামি করে জয়বেপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।