সারা ভালুকাহবিরবাড়ি

ভালুকায় সওজের জমিতে মসজিদের নাম ভাঙ্গিয়ে মেলা; পথচারীদের দূর্ভোগ

বিশেষ প্রতিনিধিঃ ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার স্কয়ার মিলের ১ নং গেইটের অপজিটে বাইতুস সালাম জামে মসজিদের নাম ভাঙ্গিয়ে স্থানীয় শহীদ ঢালী সওজের জমিতে মেলা বসিয়ে অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ঢাকার ব্যবসায়ী আঃ সালাম স্কয়ার ১ নং গেইটের সামনে মসজিদের নামে জায়গা ওয়াকফ্ করে তার নিজ নামে মসজিদের নাম করণ করেন ‘বাইতুস সালাম জামে মসজিদ’। মসজিদটি নির্মাণের শুরু থেকেই স্থানীয় শহীদ ঢালী জড়িত থাকায় বিভিন্ন সময় মসজিদের নাম ভাঙ্গিয়ে মসজিদের সামনে সওজের জায়গায় প্রতি বৎসর মেলা বসিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। এবারও ঈদকে সামনে রেখে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে প্রসাশনের কোন অনুমতি না নিয়েই মেলা বসিয়েছে। মেলায় স্টল বসেছে ৮ টি ফুটপাতে আরও ১০/১৫ টি দোকান বসেছে। যার কারণে ফুটপাত দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পাচ্ছে না।
এ ব্যাপারে মসজিদের দাতা আঃ সালাম জানান তিনি এবারের মেলা বিষয়ে কিছুই জানেন না তবে স্থানীয় শহীদ ঢালী গত বছর মসজিদের নামে মেলা বসিয়ে ৭০০০০(সত্তর) হাজার টাকা আত্মসাৎ করে।
এ ব্যাপারে অভিযুক্ত শহীদ ঢালী জানান, সে তার নিজের জায়গায় মেলা বসিয়েছে তাতে কোন অনুমতির প্রয়োজন পড়ে না। তাছাড়া তারা রাস্তায় জায়গা দিয়েছে। এবারের মেলা ৪০০০০ (চল্লিশ) হাজার টাকায় দোকান বসানো হয়েছে। এখান থেকে মসজিদ পাবে ২০০০০ (বিশ) হাজার আর সে নেবে ২০০০০(বিশ) হাজার।
সওজের জায়গায় মেলা বসিয়েছে এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, আমি এ ব্যাপারে কিছুই জানিনা। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।
এ ব্যাপারে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার জানান, আমি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
ফুটপাতে মেলা বসায় সাধারণ পথ চারিদের প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button