‘ময়মনসিংহ ক্লিন’ এর যাত্রা শুরু

মেহেদী হাসান আবদুল্লাহ্, ময়মনসিংহ: ”শুরুটা এখানেই, শেষ করার দায়িত্ব আপনার” স্লোগান সামনে রেখে ময়মনসিংহে ঢাকা ক্লিনের আদলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ময়মনসিংহ ক্লিন।শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে শহরের টাউন হল মাঠে আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয় এ অনুষ্ঠানের। অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল’র সভাপতিত্বে, প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষনা করেন।এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু, কবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ারা সুলতানা, মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলার সাধারন সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, দৈনিক মাটি ও মানুষের নির্বাহি সম্পাদক স্বাধীন চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্র ময়মনসিংহ ও নেত্রকোনার সমন্বয়ক রবিউল ইসলাম, সচেতন নাগরিক কমিটি ময়মনসিংহের সভাপতি শরীফুজ্জামান পরাগ ও ঢাকা ক্লিন এর সমন্বয়কারী প্রমুখ ব্যক্তিবর্গ।উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা শুধু রাস্তাঘাট পরিষ্কার নয়; তার সাথে সাথে মন মানসিকতা ও সচেতনা বৃদ্ধির আহ্বান জানান । বক্তারা এসময় ময়মনসিংহ ক্লিন এর সমন্বয়কারীদের প্রশংসা করে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ায় সহযোগীতা করার আশ্বাস দেন।ময়মনসিংহ ক্লিন এর প্রধান সমন্বয়কারী আইজীবী মতিউর রহমান ফয়সাল বলেন- ঈদের পর আমরা ধারাবাহিক ভাবে ময়মনসিংহের বিভিন্ন রাস্তায় পরিষ্কার অভিযান পরিচালনা করবো। ময়মনসিংহ আমাদের শহর, আমাদের শহর আমাদেরকেই পরিছন্ন রাখতে হবে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, ঈদের পর থেকে নিয়মিত ভাবে কাজ করবো যে যার অবস্থানে থেকে আমাদের সহযোগীতা ও সাথে থেকে ক্লিনিং এ অংশগ্রহন করবেন।