জাতীয়
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে।
এ বিষয়ে সংস্কৃতি সচিব আকতারী মমতাজ বলেন, ওই পদক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই সিদ্ধান্ত নিয়ে তারা ওই পদকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়ে জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি নিয়ে এসেছেন বলেও জানান তিনি।