খেলাধূলা

মাশরাফির ১০ম বিবাহবার্ষিকী আজ

ভালুকা নিউজ ডট কম: জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ১০ম বিবাহবার্ষিকী আজ ৭ সেপ্টেম্বর। ২০০৬ সালের এই দিনে নড়াইলের মেয়ে সুমনা হক সুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের পেসার মাশরাফি।নড়াইল শহরের রূপগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সেদিন সম্পন্ন হয়েছিল এই বিবাহ।

পরদিন চিত্রা নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা চিত্রা রিসোর্টে সম্পন্ন হয় জাঁকজমকপূর্ণ বৌভাত অনুষ্ঠান। এতে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ, খেলোয়াড়সহ নড়াইল জেলার বিশিষ্টজনদের উপস্থিতি রূপ নিয়েছিল মিলন মেলায়।

আনন্দ-বেদনা, হাসি-কান্নার মধ্যদিয়ে দেখতে দেখতে কেটে গেল মাশরাফি-সুমনা দম্পতির ১০টি বছর। ক্রিকেট মাঠে মাশরাফির সাফল্যে কখনো টিভির সামনে আবার কখনো মাঠে বসে উল্লাসে মেতেছেন স্ত্রী সুমি। আবার দল হেরে গেলে কিংবা মাশরাফি ইনজুরিতে পড়লে কেঁদেছেন।

নড়াইল শহরের মহিষখোলা এলাকায় মাশরাফিদের বাড়ি আর তার শ্বশুর বাড়ির ব্যবধান মাত্র এক কিলোমিটার। মাশরাফি-সুমনার দুটি সন্তান রয়েছে। বড় সন্তান মেয়ে হুমায়রা (৫) ও ছোট ছেলে সাহেল (২)।

১০ম বিবাহবার্ষিকীতে ভালুকা নিউজ ডট কম এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা মাশরাফিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button