বিচিত্র দুনিয়া

লাশের সঙ্গে সেক্স!

ভালুকা নিউজ ডট কম: টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, ওহাইও অঙ্গরাজ্যের একটি কাউন্টির হাসপাতাল মর্গের পাহারাদার কেনিথ ডগলাসের বিরুদ্ধে বিচার চালানোর নির্দেশ দিয়েছে ফেডারেল আদালতের আপিল বিভাগ।

পত্রিকাটির খবরে বলা হয়, ওহাইও’র হ্যামিলটন কাউন্টির হাসপাতালটির শবঘরে ১৯৭৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত রাতের শিফটে কাজ করছিলেন ডগলাস।

পাহারা দেয়ার সময় মদ্যপ অবস্থায় বিভিন্ন সময়ে অন্তত ১০০ নারীর লাশের সঙ্গে তার সহবাসের কথা স্বীকার করেন ডগলাস।

তিনটি মৃতদেহকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার পর ডগলাস অভিযুক্ত হন। পরে ২০১২ সালে কয়েকজন ভুক্তভোগীর পরিবার তার বিরুদ্ধে আইনের আশ্রয়ে নেয়।

অনেক মৃতদেহের ডিএনএ পরীক্ষা চালিয়ে ডগলাসের অপকর্মের প্রমাণ পাওয়া যায়।

এর আগে ওই ঘটনার জন্য স্থানীয় প্রশাসন দায়ী নয় বলে দাবি করে এসেছিল। তবে গত শুক্রবার কেন্দ্রেীয় আদালতের রায়ে লাশের অব্যবস্থাপনার জন্য প্রশাসনের ব্যর্থতা খুঁজে দেখতে একটি জুরি গঠনের কথা বলা হয়।

ডগলাসের অবৈধ যৌনাচারের বিরুদ্ধে স্বাক্ষ্য দিয়েছেন তার স্ত্রীও। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পর তিনিও অ্যালকোহল ও এধরনের ঘটনার আলামত অনুভব করতে পেরেছিলেন বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button