সুন্দরগঞ্জে লেজওয়ালা শিশুর জন্ম
ভালুকা নিউজ ডট কম, গাইবান্ধা: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একটি অদ্ভুত শিশুর জন্ম দিয়েছেন শাবানা বেগম (২৫) নামে এক গৃহবধূ। জন্ম নেওয়া শিশুটির দুই পায়ের পরিবর্তে একটি লম্বা লেজের মত মাংসপিন্ড রয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (নয়াপাড়া) গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে শিশুটির জন্ম দেন।
এদিকে, শিশুটি জন্মের পর তাকে এক নজরে দেখার জন্য এলাকার মানুষ ওই বাড়িতে ভীড় করে।
শিশুটির বাবা শরিফুল ইসলাম বলেন, ‘পাঁচ বছর আগে শাবানার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর এটিই ছিল তাদের প্রথম সন্তান। শিশুটির নাক, মুখ, হাত, চোখ ও কান স্বাভাবিক রয়েছে। তবে দুটি পায়ের পরিবর্তে একটি লম্বা লেজের মত মাংসপিন্ড রয়েছে। এছাড়া শিশুটির প্রসাব ও পায়খানার কোন রাস্তা নেই। তবে জন্মের কিছুক্ষণ পরেই শিশুটি মারা যায়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মাইদুল ইসলাম জানান, ‘জন্মগত ত্রুটির কারণে এ রকম শিশুর জন্ম হয়ে থাকে।’