ঢাকার বর্জ্য অপসারণে ব্যস্ত সাড়ে ৬ হাজার কর্মী

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে নিয়োজিত সাড়ে ছয় হাজার পরিছন্নকর্মী। ঢাকা উত্তর সিটিতে কাজ করছে ৩ হাজার ৫০০ জন এবং ঢাকা দক্ষিণে রয়েছেন প্রায় ৩ হাজার পরিছন্নকর্মী। দিনরাত তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন নগর পরিছন্নতায়।
দুই সিটি করপোরেশনে কোরবানির বর্জ্য অপসারণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এরই মধ্যে রাজধানীর অধিকাংশ এলাকায় বর্জ্য অপসারণের কাজ সম্পূর্ণ হয়েছে বলে দুই সিটি করপোরেশনের কর্তৃপক্ষরা জানিয়েছেন। আর দ্রুত বর্জ্য নিষ্কাশন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজধানীবাসী।
বুধবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ এলাকার রাস্তার পাশে থাকা ডাস্টবিন থেকে সিটি করপোরেশন কর্মীরা বর্জ্য অপসারণের কাজ সম্পূর্ণ করেছে। এছাড়া খোলা রাস্তায় পরে থাকা কোরবানির বর্জ্যও অপসারণের কাজ দ্রুত এগিয়ে চলছে। কিছু কিছু এলাকায় বর্জ্য অপসারণের কাজ এখনো সম্পূর্ণ না হলেও বর্জ্য নিষ্কাশন করতে পুরো দমে কাজ করে যাচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা।
এ বিষয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রুত বর্জ্য অপসারণ হওয়ায় তাদের অনেক ভালো লাগছে। গত বছর এত দ্রুত বর্জ্য অপসারণ করেত পারেনি দুই সিটি করপোরেশনে। ফলে কোরবানির বর্জ্যের দুর্গন্ধে রাস্তা বের হওয়ায় সম্ভব ছিল না। এ বছর দ্রুত বর্জ্য অপসারণ হওয়া স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। তবে অনেক মনে করছেন ঈদের দিন বৃষ্টি হওয়ায় দ্রুত বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।
মিরপুরের বাসিন্দা আজাদ হোসেন বলেন, এবার বর্জ্য অপসারণের কাজ ভালোভাবে এগিয়েছে। রাস্তা তেমন একটা ময়লা আবর্জনা নেই। এখন চলাফেরা করতে সমস্যা হচ্ছে না। অন্যান্যবার ঈদের দুই-তিন পর্যন্ত কোরবানির ময়লার গন্ধে বের হওয়া যেত না। কিন্তু এবার আর এই সমস্যা হচ্ছে না।
পশ্চিম রাজা-বাজারের বাসিন্দা ওমর ফারুক বলেন, সিটি করপোরেশন এবার ভালো কাজ করেছে। কোরবানির পর তারা দ্রুত ময়লা সরিয়ে নিতে পেরেছে। তবে ঈদের দিন বৃষ্টি হওয়াতে তাদের কাজ কিছুটা সহজ হয়েছে, কারণ বৃষ্টি পানিতে গতকালই অনেক ময়লা আবর্জনা অপসারিত হয়েছে।
দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ করা সম্পর্কে দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেছেন, সঠিক পরিকল্পনা ও পরিচ্ছন্ন কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণের কোরবানির বর্জ্য অপসারণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, এখন পর্যন্ত আমরা ৫ টন কোরবানির বর্জ্য অপসারণ করতে পেরেছি। আমাদের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আশা করি মেয়ের সাহেবের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন হবে।
তিনি বলেন, দ্রুতরা সঙ্গে কাজ শেষ করার লক্ষ্যে উত্তর সিটি করপোরেশনের ৩ হাজার ৫০০ পরিচ্ছন্নকর্মী কোরবানির পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এম কে বখতিয়ার বলেন, এখন পর্যন্ত বর্জ্য অপসারণের যে কাজ হয়েছে তাতে আমার খুশি। আশা করি সময় মত আমাদের কাজ শেষ হয়ে যাবে। সময় মত কাজ শেষ করার লক্ষ্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ৩ হাজার পরিচ্ছন্ন কর্মী ও ২০০ ময়লার গাড়ি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগেই আমাদের কাজ শেষ হবে।