জাতীয়
২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন খালেদা জিয়া

বিশেষ প্রতিনিধি: আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এই তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে সেখানেই অবস্থান করবেন বিএনপি চেয়ারপারসন। এরপর ২০ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দিয়ে ঢাকায় পৌঁছাবেন ২১ সেপ্টেম্বর। এবার তার ছেলে বিএনপি’র সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানসহ হজব্রত পালন করেন।