ঢাকাবিভাগীয় খবর
রিকসাওয়ালাকে গুলির অভিযোগে যুবলীগ নেতা আটক
ঢাকা: ভাড়া চাওয়ায় রিকসা চালকের পায়ে গুলি করার অভিযোগে যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বনানী থেকে তাকে আটক করা হয়। বনানী থানার ওসি (তদন্ত) ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃত যুবলীগ নেতার নাম সর্দার সোহেল। তিনি বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশের একটি সুত্র।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বনানী ২নং সড়কের রিকসা থেকে নামার পর ভাড়া চাইলে রিকসা ওয়ালা কবির উদ্দিনকে গুলি করে পালিয়ে যায় সর্দার সোহেল ও অপরজন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি ওহাহিদুজ্জামান বলেন, গুলির কারণ জানতে সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।