তথ্য-প্রযুক্তি

বেক্সিমকোর ডিরেক্ট-টু-হোম কানেকশন (ডিটিএইচ): ৩০০ টাকায় ১০৫ চ্যানেল

দেশের ইতিহাসে প্রথমবারের মত বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড চালু করলো তারবিহীন ক্যাবল ডিস অ্যান্টেনা ডিরেক্ট-টু-হোম কানেকশন (ডিটিএইচ) রিয়েল ভিউ। মাসে ৩০০ টাকায় ১০৫টি চ্যানেল দেখতে পারবেন আধুনিক এ সেবার গ্রাহকরা।

বেক্সিমকো কমিউনিকেশনের ম্যানেজার নূর ঈ তাজরিয়ান খান জানান, বর্তমানে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে পাওয়া যাচ্ছে তারবিহীন এ ডিস অ্যান্টেনা। অত্যাধুনিক এ ক্যাবল টেলিভিশন সেবা উপভোগ করতে হলে একজন গ্রাহককে রিয়েল ভিউ সেট-টপ বক্স ও ডিশ অ্যান্টেনা ৪ হাজার ৪৯৯টাকায় ক্রয় করতে পারবেন। সঙ্গে থাকছে ১৫ শতাংশ ভ্যাট।

তিনি জানান, কেনার পর থেকে গ্রাহকরা সেট ও টপ বক্সে দুই বছরের সেবা পাবেন। এ ছাড়া কর্তৃপক্ষ নিজেই গ্রাহকদের যাবতীয় সুযোগ-সুবিধাসহ ইন্সটলেশন সুবিধা প্রদান করবে। দিনরাত ২৪ ঘণ্টা কাস্টমার কেয়ার সুবিধাতো থাকছেই।

তাজরিয়ান খান জানান, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বিল পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। ডিটিএইচের গ্রাহকরা স্ব স্ব অবস্থান থেকে স্ক্র্যাচ কার্ড, মোবাইল ব্যাংকিং, বিকাশ, ডিবিবিএল শিওরক্যাশ, ইউক্যাশ ব্যাংক কার্ডের মাধ্যমেও বিল পরিশোধ করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button