জাতীয়

শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের বহনকারী ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে শনিবার। মক্কা ও মদিনা থেকে হাজিদের ফিরিয়ে আনার সুবিধার্থে প্রতি বছরের মতো এ বছরও বিমান কর্তৃপক্ষ ‘সিটি চেক-ইন’ ব্যবস্থা শুরু করেছে।

হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট সৌদি আরবের রাজধানী জেদ্দা থেকে রওনা হয় স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ২ টায়)। ফ্লাইটটি রাত ৮ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে বলে বিমান অফিস থেকে জানানো হয়েছে।

এবার হজে মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ হাজির মধ্যে ৪৯ হাজার ৫৪৫ হাজি পরিবহন করছে বাংলাদেশ বিমান।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, বিমান ঢাকা থেকে জেদ্দায় হাজিদের নিয়ে সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে পরিবহন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ বিমান সৌদি আরব থেকে হাজিদের ফেরত আনতে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।

ধর্ম মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, এ বছর ৫ হাজার ১৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৫ হাজার ৬১৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন বরেন। খবর বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button