ভালুকায় বজ্রপাতের আগুনে বসতবাড়ী পুড়ে ছাই

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বসতবাড়ীর গ্যাস রাইজারের উপর বজ্রপাত ঘটে অগ্নীকান্ডে নয়টি বসতঘর পুড়ে ছাই এতে প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার মাওলানা আঃ মতিন এর বাড়ীতে রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে বাড়ীর গ্যাস লাইনের রাইজার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় আগুনের মাত্রা বেড়ে গিয়ে বাড়ীর নয়টি রুমের আ
সবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভালুকা ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ভালুকা ফায়ার সার্ভিসের ফায়ার ইন্সপেক্টর রেজাউল করিম জানান, অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ীর মালিক জানান বাড়ীর ১০টি রুমে বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকরা ভাড়া থাকত। বজ্রপাতের সময় সবাই ডিউটিতে থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রুমে তালাবদ্ধ থাকায় কোন মালামাল উদ্ধার করা যায়নি।