অর্থনীতি
চট্টগ্রাম বন্দরে আধুনিক ট্রমা সেন্টার নির্মাণের সুপারিশ
অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের জরুরী চিকিৎসা সেবা নিশ্চিতে একটি আধুনিক ট্রমা সেন্টার নির্মাণের সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো. হাবিবুর রহমান, এম আব্দুল লতিফ, রনজিৎ কুমার রায় অংশ নেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এসময় জানানো হয় যে, ২০২১ সালের মধ্যে ৩৫ দশমিক ৯৫ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যে যে পরিমান জেটি, ইয়ার্ড, বার্থ, এবং যন্ত্রপাতি প্রয়োজন সেসব ঘাটতি মোকাবেলা করে দক্ষতার সহিত বন্দরের অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নানাবিধ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। তার মধ্যে পতেঙ্গা টার্মিনাল ( পিসিটি), বে- টার্মিনাল, নিউমুরিং ওভারফ্লো ইয়ার্ড, কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য। নিউমুরিং ওভারফ্লো ইয়ার্ডটি নির্মিত হলে এক লাখ ১০ হাজার বর্গমিটার জায়গা পাওয়া যাবে যা ২০১৮ সালে পুরোদমে চালু করা যাবে।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো. হাবিবুর রহমান, এম আব্দুল লতিফ, রনজিৎ কুমার রায় অংশ নেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এসময় জানানো হয় যে, ২০২১ সালের মধ্যে ৩৫ দশমিক ৯৫ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যে যে পরিমান জেটি, ইয়ার্ড, বার্থ, এবং যন্ত্রপাতি প্রয়োজন সেসব ঘাটতি মোকাবেলা করে দক্ষতার সহিত বন্দরের অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নানাবিধ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। তার মধ্যে পতেঙ্গা টার্মিনাল ( পিসিটি), বে- টার্মিনাল, নিউমুরিং ওভারফ্লো ইয়ার্ড, কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য। নিউমুরিং ওভারফ্লো ইয়ার্ডটি নির্মিত হলে এক লাখ ১০ হাজার বর্গমিটার জায়গা পাওয়া যাবে যা ২০১৮ সালে পুরোদমে চালু করা যাবে।