সারা ভালুকাহবিরবাড়ি

ভালুকায় অস্ত্র ও গুলিসহ দুইজন আটক

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় অস্ত্র ও দুই রাউন্ড কাতুর্জের তাজা গুলি সহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভালুকা মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং-(২৩), তাং-১৯/০৯/২০১৬ইং দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, গত (১৮সেপ্টেম্বর) রবিবার রাত ২ টার দিকে ভালুকা মডেল থানার এস,আই মোঃ ফায়েজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে টহল দেয়ার সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সীডষ্টোর বাজার ঝালপাজা মোড় নামক স্থান থেকে একই এলাকার হবিরবাড়ী বারশ্রী মধ্যপাড়া গ্রামের মৃত: লাল মিয়ার ছেলে মোঃ মোফাজ্জল (২৬), ও একই এলাকার বারশ্রী দক্ষিনপাড়া গ্রামের মৃত: গঁফুর মিয়ার ছেলে আঃ কাদের (৩৫) কে  সন্দেহভাজন দেহ তল্লাশি করে একটি দেশিও তৈরী (বন্দুক) ও দুই রাউন্ড তাজা কাতুর্জের গুলিসহ তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি মটর সাইকেলও আটক করা হয়। অপর এক মোটর সাইকেল যাত্রী পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হজরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার ফোর্স নিয়ে সিডস্টোর বাজারে অবস্থান করছিলাম। ঝালপাঁজা মোড়ে পৌঁছতেই ২টি অস্ত্রসহ ২জনকে আটক করছি আরও একজন ছিল তিনি পালিয়ে গেছেন। এ ব্যাপারে এসআই ফায়েজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button