ভালুকায় ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ভালুকা মডেল থানা পুলিশ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নিশিন্দা গ্রামের একটি ধান ক্ষেত থেকে পারভেজ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিশিন্দা গ্রামের মফিজুল ইসলামের পুত্র রিক্সা চালক পারভেজকে কে বা কারা রাতের আঁধারে হত্যা করে বাড়ির পাশে^ ওই ধান ক্ষেতে ফেলে রেখে যায়। এলাকাবাসী সকালে উল্লেখিত স্থানে নিহতের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এস আই ফায়েজুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে স্বাসরোধে হত্যার পর দুর্বত্তরা ফেলে যেতে পারে। লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।