মিডিয়া দেশ-বিদেশ
`আমি মদ্যপান করি না`-সোনম কাপুর

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: বলিউডের মতো গ্লামার জগতে বেশ কয়েক বছর কাটিয়েও কিভাবে বিতর্ক ও স্ক্যান্ডাল মুক্ত রয়েছেন তার গোপন রহস্য জানিয়েছেন সোনম কাপুর।
ফ্যাশনের জন্য বিখ্যাত এ অভিনেত্রী জানিয়েছেন তিন সূত্র মেনে চলে বিতর্ক এড়াতে পারছেন তিনি। তা হলো মদ্যপান না করা, পার্টিতে না যাওয়া এবং প্রেম না করা।সম্প্রতি এক ওয়েবসাইটের সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, বেশ অনেক বছর গ্ল্যামার দুনিয়ায় কাটিয়ে ফেলার পরও কীভাবে এমন বিতর্কহীন জীবন কাটাতে পারলেন সোনম।
জবাবে সোনম বলেন, আমি আজ পর্যন্ত বলিউডের কারও সঙ্গে প্রেম করিনি। আমি পার্টিতেও যাই না, কারণ আমি মদ্যপান করি না।
সোনম জানান, পার্টির বদলে সোনাম প্রতি রাতে দশটা বেজে গেলেই গল্পের বই নিয়ে বিছানায় চলে যান । বই ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি।