রাজধানীতে ম্যাচ ফ্যাক্টরিতে শিশুকে পিটিয়ে হত্যা
ঢাকা: রাজধানীর শ্যামপুরে উজালা ম্যাচ ফ্যাক্টরির ভিতরে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
নিহতের মা আয়েশা বেগম জানান, তারা বর্তমান শ্যামপুর আলিবহর এলাকায় ভাড়া থাকেন। তিনি ওই এলাকার কমিউনিটি সেন্টারে কাজ করেন। কাজ শেষে বাড়ি ফিরে তিনি তার ছেলেকে দেখতে না পেয়ে আশে-পাশে খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয় এক মহিলা বলেন যে, তার ছেলেকে ম্যাচ ফ্যাক্টরির ভেতরে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা গেছে। তিনি সেখানে ছুটে গিয়ে ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা মেরেছে তিনি তা বলতে পারেননি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতের শরীরের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।