গ্রামীণ কৃষিহবিরবাড়ি
হবিরবাড়ীতে আলোর ফাঁদ দিয়ে পোকা দমন মহড়া
কৃষি প্রতিবেদক: হবিরবাড়ীতে আলোর ফাঁদ দিয়ে পোকা দমন মহড়া অনুষ্ঠিত।এ উপলক্ষে উপজেলার হবিরবাড়ী ব্লকের লবনকোঠা এলাকায় কৃষি প্রযুক্তি কর্নারের পাশে পোকার আক্রমন নিরুপনের জন্য আলোক ফাঁদ স্থাপন করেন সংশ্লীষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম।উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান,এনামুল হক,সাবেরা আক্তার,কৃষক আফতাব,তহুর আলী,মফিজ,সোলজার শহীদ প্রমুখ।