ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৬০

ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলায় সাজাপ্রাপ্ত দুই আসামী ও তিন মহিলাসহ ৬০ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ । বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ও ওসি (তদন্ত) হযরত আলীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত চাপরবাড়ি গ্রামের মনিরুল ইসলাম ও চান্দাব গ্রামের মোক্তার হোসেন এবং তিন মহিলাসহ বিভিন্ন মামালায় ৬০ জনকে আটক করেন। আটককৃতদের মাঝে ৩৫ জনের রিকল জমা দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। অন্য ২৫ জনকে আদালতে প্রেরণ করা হয়।
গফরগাঁও সার্কেলের এএসপি আলমগীর হোসেন জানান, বিশেষ অভিযানে দু’জন সাজাপ্রাপ্ত আসামী ও তিন মহিলাসহ ২৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্যদের রিকল থাকায় ছেড়ে দেয়া হয়েছে।