অর্থনীতি
শনিবার খোলা থাকবে সরকারি অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার

ভালুকা নিউজ ডট কম, ঢাকা: ঈদের আগে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করে তার পরিবর্তে ২৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিন শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে বলে নির্বাহী আদেশ জারি করেছিল সরকার।
পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি অফিস-আদালতের পাশাপাশি ব্যাংক ও পুঁজিবাজার শনিবার খোলা থাকবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এ এফ এম মোকাম্মেল হক ।
ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন লেনদেন বন্ধ থাকার পর চলতি সপ্তাহের প্রথম কার্যপদিবস রোববার (১৮ সেপ্টেম্বর) থেকে লেনদেন শুরু হয়েছে দুই পুঁজিবাজারে।