জাতীয়
আজ শনিবার সরকারি অফিস খোলা
ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: আজ শনিবার সরকারি অফিস খোলা থাকবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর রোববার ছুটি ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়। সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ছিল ৩০ জুন। ১ ও ২ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পরের দু্ই দিন আবার ছিল সাপ্তাহিক (শুক্র-শনিবার) ছুটি। অর্থাৎ ১ থেকে ৯ জুলাই পর্যন্ত নয় দিন ছুটি কাটিয়ে ১০ জুলাই অফিস করেছিলেন সরকারি চাকুরেরা।পরে সরকারের সিদ্ধান্তে ১১ সেপ্টেম্বর রোববারও ছুটি ঘোষণা করা হয়েছিল।