সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন-বরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচ (ফল সেমিস্টার-১৬) এর ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ জ-৪৬, ওয়্যারলেস গেইট, মহাখালী, ঢাকায় নিজস্ব হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর এম,এ রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিৃলেন উপ -উপাচার্য ডঃ মোঃ আব্দুর রাজ্জাক আকন্দ ও বাংলাদেশ ইউনির্ভাসিটি অব টেক্সটাইল(বুটেক্স) এর সহকারি অধ্যাপক ডঃ শেখ মামুন কবির । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রোগ্রাম প্রধান সিঃ প্রভাষক মুহাঃ রেজাউল করিম রেজা।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনুষদের পর্ষদ ও নবীন ছাত্র-ছাত্রীবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাম্পাস কো-অর্ডিনেটর শামসুল আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, টেক্সটাইল খাতে বস্ত্র প্রকৌশলীদের চাহিদা অনেক। আজকের নতুনরা পাশ করে টেক্সটাইল খাতকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং দেশ অর্থনৈতিক ভাবে সাবলম্বী হবে।