কবিতাসাহিত্য সাধনা
ওপারের সঙ্গী

আবুল বাশার শেখ
ক্ষমতা তোমার হাতের মুঠোয়
ভাবছো অনেক কিছু,
তাই বলে জেনো মৃত্যু তোমার
ছাড়বেনা কভু পিছু।
ঠিক সময়ে হাজির হবে
বাধবে হাতে-পায়ে,
এতটুকু ক্ষমতা হবে না
ঘুরবে ডানে-বায়ে।
কিসের বড়াই কর তুমি
কিইবা তোমার আছে,
যেতে হবে একদিন ওরে
ক্ষমতাশালীর কাছে।
ইহ জনমের হিসেব নিকাশ
দিতে হবে ঠিক ঠিক,
পালানোর কোন রাস্তা পাবেনা
কঠোরতা চারিদিক।
থাকতে সময় ভাবো মন
ঐ জনমের তরে,
প্রভুর নাগাল পাবে তবে
ছোট্ট হৃদয় ঘরে।
সৃষ্টি যে তার মিশবে অথৈ
পাহাড়া, ঝরনা নদী,
কুলহারানো সাগর সাথে
বইছে যে নিরবধি।
খোঁজার মতো খোঁজলে তাঁকে
সবখানেতেই পাবে,
কান্না হাসির এ দুনিয়ায়
ভাবনায় দিন যাবে।
পরপারে তবে তুমি
শান্তি খোঁজে পাবে,
এসো ভাই বন্ধু এসো
সঙ্গী হয়ে যাবে।
তারিখ:- ২৫-০৯-২০১৬