তাসকিন-রুবেলকে নিয়ে আশাবাদী মাশরাফি
ভালুকা নিউজ ডট কম; ঢাকা: ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিষিদ্ধ ছিল। সেই বাধা পেরিয়ে মাঠে ফিরেই বাজিমাত করেছেন টাইগার পেসার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বল হাতে ঝড় তোলেন তিনি। মূল্যবান চারটি উইকেট নিয়ে আফগান বধের অন্যতম নায়ক বনে যান ২১ বছর বয়সী বোলার।
এছাড়া ম্যাচের শেষ দিকে নিজেকে খুঁজে পেয়েছেন রুবেল হোসেনও। দুর্দান্ত এক ডেলিভারিতে রশিদ খানকে সরাসরি বোল্ড করেন তিনি। দীর্ঘ ইনজুরি থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম ম্যাচ। ফিরেই বাংলাদেশের জয়ের সাক্ষী হলেন রুবেল।
আফগানিস্তানের বিপক্ষে ৭ রানের শ্বাসরুদ্ধকর এই জয় গোটা সিরিজেই বাংলাদেশ দলকে ভালো খেলতে সাহায্য করবে, এটা বলা বাহুল্য। বিশেষ করে প্রত্যাবর্তনের ম্যাচে তাসকিন-রুবেল ভালো বোলিং করেছেন। যা সামনের ম্যাচগুলোতে তাদের আরো ভালো পারফর্ম করতে সহায়তা করবে। এমনটাই মনে করেন মাশরাফি।
ম্যাচ শেষে যেমন বাংলাদেশ দলপতি বলেছিলেন, ‘তাসকিন সবেমাত্র পরীক্ষায় (অবৈধ বোলিং অ্যাকশনে) উত্তীর্ণ হলো। রুবেল ইনজুরি থেকে ফিরেছে। এই ম্যাচ (আফগানিস্তানের বিপক্ষে জয়) তাদের ভালো খেলতে সাহায্য করবে।’
আফগানিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের জন্য সাকিব ও তাসকিনকে কৃতিত্ব দিলেন মাশরাফি। তবে আক্ষেপও ঝরলো নড়াইল এক্সপ্রেসের কণ্ঠে, ‘আফগানিস্তান সত্যিই ভালো খেলেছে। ক্যাচ মিস আমাদের বেশ ভুগিয়েছে। পরে সাকিব এবং তাসকিন বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে। গত তিন মাস আমরা কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমরা আশানুরূপ খেলতে পারিনি! আমরা রানসংখ্যা ২৮০-এর বেশি হতে পারতো। তবে সেট ব্যাটসম্যানরা আউট হওয়ায় সেটা আর হয়নি।’