ভালুকায় ওসির সংবাদ সন্মেলন; স্ত্রী হত্যাকারী ঘাতক স্বামী গ্রেফতার
ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ স্ত্রী হত্যার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ড সনাক্তকরণ ও হত্যাকারী স্বামী আলম আকন্দ (৩০) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভালুকা মডেল থানায় এক সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মডেল থানার অফিসার ইনচার্জ মামুন -অর- রশিদ এ দাবী করেন। তিনি বলেন- শনিবার দিবাগত রাতে ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ডে মোশারফের ভাড়াটিয়া আলম আকন্দ তার স্ত্রী রেখা বেগম (২৫) কে গলায় উড়না পেচিয়ে হত্যা করে। পরে ভ্যান গাড়ীতে করে ভালুকা ডিগ্রী কলেজে এলাকায় ডাষ্টবিনে লাশ ফেলে যায়। খবর পেয়ে পুলিশ রেখা বেগমের লাশ অজ্ঞাত পরিচয় মৃতদেহ হিসাবে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ হত্যাকান্ডের মূল রহস্য উৎঘাটন ও ফুলবাড়িয়া উপজেলার চৌওধার গ্রাম থেকে হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যে সুলতান আকন্দের পুত্র ঘাতক স্বামী আলম আকন্দ ও হত্যার সহযোগী ছোট ভাই মামুন আকন্দ, অপর সহযোগী ফুলবাড়িয়া উপজেলার ধানাইপাড় গ্রামের নওশের আলী আকন্দের পুত্র মোস্তফা আকন্দ (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ আরো বলেন ঘাতক স্বামী আলম আকন্দ ফৌজদারী কার্যবিধি ১৬১ ধারায় হত্যা কান্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। (২৬ সেপ্টেম্বর) সোমবার আসামীদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ১ম শ্রেনীর ম্যাজিস্ট্যেটের কাছে জবান বন্দী গ্রহণ করা হবে। তিনি এ হত্যা কান্ডের রহস্য উৎঘাটন ও দ্রুত সময়ের মাঝে আসামীদের গ্রেফতারে পুলিশের ব্যাপক সফলতা বলে দাবী করেন। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ হযরত আলী, এস আই ফায়েজুর রহমান ও এ এস আ আই আবুল কালাম আজাদ।