যুব সমাজকে মাদকের কবল থেকে মুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই – আ.ক.ম মোজাম্মেল হক
এইচ এম মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি বলেছেন বর্তমান আওয়ামীলীগ সরকার অগ্রাধিকার ভিত্তিতে খেলাধুলার অগ্রগতি ও উন্নয়ন করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। তাই যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করানোর জন্য সর্ব মহলের প্রতি আহবান জানান। মন্ত্রী বলেন, বলিষ্ঠ পদক্ষেপে আজ দেশে জঙ্গিবাদ পরাস্থ হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে, এদেশে আর রাজাকার মাথাচারা দিয়ে উঠতে পারবে না। দেশ আজ ডিজিটাল অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ লাভ করেছে। আগামী দিনে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিবে এতে আর কোন সন্দেহ নাই। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতি সমুন্নত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছনে সর্বাত্মক জনসমর্থন কামনা করেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি রবিবার ২৫ নভেম্বর বিকেলে ত্রিশাল দরিরামপুর নজরুল একাডেমী মাঠে ত্রিশাল পৌরসভার ০৯টি দল নিয়ে পৌর মেয়র এ.বি.এম আনিছুজ্জামানের সার্বিক তত্বাবধানে আয়োজিত মেয়র গোল্ড কাপ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এম.পি, গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহ্মি গোলন্দাজ বাবেল এম.পি, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহিত উল আলম, জেলা প্রশাসক খলিলুর রহমান উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন, ত্রিশাল উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি নাজমুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী। এদিকে আলোচনা অনুষ্ঠান পূর্ব স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক বীরমক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেনের নেতৃত্বে সুসজ্জিত একটি মুক্তিযোদ্ধা দল রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মন্ত্রীকে স্বাগত জানায়। মন্ত্রী কিছু সময় খেলা উপভোগ করেন। মন্ত্রী তার বক্তব্যে ত্রিশালের যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মেয়রের কৌশলী কর্মসূচী হিসাবে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করায় ত্রিশাল পৌর মেয়রকে ধন্যবাদ জানান।