খেলাধূলা

আফগানদের সাথে দ্বিতীয় ম্যাচে মাশরাফির প্রত্যাশা

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ দশ মাস পর আবারো ওয়ানডে ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। দুর্দান্ত প্রতিন্দন্দ্বিতার পর সিরিজের প্রথম ম্যাচ ৭ রানে জিতে নেয় টাইগাররা। প্রথম ওয়ানডে জিতলেও দলের পারফরমেন্সে শতভাগ সন্তুষ্ট করার মতো ছিলো না। বিশেষভাবে, ফিল্ডিং-এ। বেশক’টি ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা। তাই দ্বিতীয় ওয়ানডেতে দলের কাছে আরো ভালো ফিল্ডিং প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার দ্বিতীয় ওয়ানডের আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচে ফিল্ডিং বাজে হয়েছে। আশা করি দ্বিতীয় ম্যাচে ঠিক হয়ে যাবে।’-বাসস।

প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ওপেনার তামিম ইকবালের ৮০, মাহমুদুল্লাহ রিয়াদের ৬২, সাকিব আল হাসানের ৪৮ ও ইমরুল কায়েসের ৩৭ রানের ভর করে ৫০ ওভারে ২৬৫ রান করতে পারে বাংলাদেশ।

এরপর রহমত শাহ ও হাসমাতুল্লাহ শাহিদির জোড়া হাফ-সেঞ্চুরিতে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে থাকে আফগানিস্তান। এর মাঝে ৪০তম ওভারের শেষ বলে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বলে ডিপ-মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন হাসমাতুল্লাহ। সেই সহজ ক্যাচ ফেলে দেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। ওই সময় ৬৩ রানে অপরাজিত ছিলেন হাসমাতুল্লাহ। অবশ্য পড়ে ৭২ রানেই থেমে যান তিনি।

তবে আফগানদের পুরো ইনিংসে মোট তিনটি ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। তাই দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং-এ আরও উন্নতি চাইছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি, ‘প্রথম ওয়ানডেতে আমাদের ভালো ফিল্ডিং হয়নি। আশা করি কালকের ম্যাচে এটা ঠিক হয়ে যাবে। আমাদের অঙ্গভঙ্গি সঠিক ছিল না। যেটার কারণে একটু কষ্ট হচ্ছিল। আশা করছি প্রথম ম্যাচের ভুল আর হবে না, দ্বিতীয় ম্যাচে সব ঠিক হয়ে যাবে।’

আর এমন বাজে ফিল্ডিং নিয়ে কোন অজুহাত দেয়া যাবে না বলে জানিয়েও দিলেন মাশরাফি, ‘ফিল্ডিং নিয়ে অজুহাত দেয়া খুব কঠিন। কারণ, ফিল্ডিং এমন একটা জায়গা এটার জন্য খেলার মধ্যে থাকতে হবে, এমন কোন বিষয় নয়। ফিল্ডিং এমন একটা ইস্যু যেখানে আপনি চাইলে নিজ থেকেই উন্নতি করতে পারবেন। আমি মনে করি, ফিল্ডিংটা ভালো হয়নি আমাদের। এখানে অন্য কোনো কারণ দেখালে হবে না।’

দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামার পর জয় নিয়ে মাঠ ছাড়তে পারে বাংলাদেশ। তাই মানসিকভাবে এখন বেশ চাঙ্গা দল এমনটাও জানান ম্যাশ, ‘যেকোনো সিরিজের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ থাকে। প্রথম ম্যাচটিও এমন ছিলো। এর মধ্যে দীর্ঘদিন পর খেলতে নামাটা কঠিনই ছিলো। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের কঠিন সময়ে চলে গেছে। তাই পরের ম্যাচে মানসিকভাবে ভালো অবস্থানেই থাকবো আমরা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button