ভালুকা উপজেলা স্কাউটসর ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধিঃ ভালুকা উপজেলায় শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরের মুক্ত মঞ্চে বাংলাদেশ স্কাউটস ভালুকা উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এম পি, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টৃ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী, হালিমুন্নেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্কাউটস লিডারগন বক্তব্য রাখেন।