গ্রামীণ কৃষি

ধানের পাতা মোড়ানো পোকা দমন ব্যবস্থাপনা

 

১। সন্ধ্যার সময় জমির পাশে আলোর ফাঁদ স্থাপন করে এ পোকার উপস্থিতি সনাক্ত করুন এবং পোকার মথ দমন করুন।
২। জমিতে কঞ্চি বা গাছের ডাল পুতে দিন
৩। জমি ৩০ দিন পর্যন্ত আগাছামুক্ত রাখুন
৪। হাতজাল দিয়ে এ পোকার মথ সংগ্রহ করে মারুন
৫। কাঁটাযুক্ত কুলের ডাল দিয়ে মৃদু আঘাত করে আক্রান্ত ধান গাছ থেকে পোকা ফেলে দিন (ফুল আসার আগ পর্যন্ত)
৬। সপসিন/মিপসিন/নাইট্রো/ভিরতাকো/সেভিন/ টাফগর/সানগর/প্রোক্লেম/সেতারা বা এই জাতীয় কীটনাশক সঠিক মাত্রায়, সঠিক সময়ে নির্দেশনা মোতাবেক জমিতে স্প্রে করুন।

** ছায়াযুক্ত স্থানে ধান চাষ না করাই ভাল।
* অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করবেন না।
* এলোমেলো করে ধান রোপন করবেন না।
* জমি স্যাতসেতে রাখবেন না, জমি মাঝে মধ্যে শুকিয়ে দিন। জমিতে আলো বাতাসের ব্যবস্থা করুন।
** বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপ সহকারী কৃষি অফিসার বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button