ভালুকায় ৫৮ মন্ডপে দূর্গাপূজার আয়োজন

বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহে ভালুকা উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। দূর্গতিনাশিনী দেবী দূর্গার আগমনের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে এ পূজা শরু হবে। দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ১১ অক্টোবর পূজার সমাপ্তি ঘটবে। ভালুকা উপজেলায় এ বছর ৫৮ টি মন্ডপে দূর্গাপূজা উদ্্যাপন হবে। অধিকাংশ মন্ডপেই ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবু বীরেন রায় জানান, ভালুকা উপজেলায় এ বছর ৫৮ টি মন্ডপে দূর্গাপূজা উদ্্যাপনের প্রস্তুতি চলছে। মন্ডপগুলোর মধ্যে-ভালুকা পৌরসভায় ৬টি, উথুরা ইউনিয়নে ৪টি, মেদুয়ারী ইউনিয়নে ৩টি, ভরাডোবা ইউনিয়নে ২টি, ধীতপুর ইউনিয়নে ৬টি, বিরুনীয়া ইউনিয়নে ১৬টি, মল্লিকবাড়ী ইউনিয়নে ১১টি, ডাকাতিয়া ইউনিয়নে ১টি, হবিরবাড়ী ইউনিয়নে ২টি ও রাজৈ ইউনিয়নে ৭টি।