২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সাপটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সাপটি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে অবমুক্ত করার কথা রয়েছে।
জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে বাসায় ফেরার পথে কয়েকজন পথচারী রাস্তার উপর একটি অজগর সাপ দেখতে পান।
স্থানীয় গ্রামবাসী নুকোনী ত্রিপুরা, ফারুক ও আবুল হাশেম সাপটি রশি দিয়ে বেঁধে থলিবাড়ি বাজারে নিয়ে যান। পরে খবর পেয়ে রামগড় সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ থলিবাড়ি এসে সাপটি উদ্ধার করে জালিয়াপাড়া বন বিভাগে হস্তান্তর করেন। প্রায় ১৫ ফুট দীর্ঘ সাপটির ওজন ২০ কেজি বলে জানান স্থানীয়রা।
রামগড় বন রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, ‘সাপটি আজ বৃহস্পতিবার কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্তির জন্য পাঠানো হবে।