কবিতাসাহিত্য সাধনা
এই তো জীবন
আবুল বাশার শেখ
একটা রাত, সামান্য সময়
তবুও দীর্ঘতার সীমায় প্রশ্নবিদ্ধ,
বেহায়া চোখের পলক নির্ঘুূম
মাঝে মাঝে পায়চারি, হিসেবের খাতা খোলা
কাগজ কলমের হিসেব নয়-
জীবনের হিসেব; ভাবনাতেই কেটে যায় রাত।
জীবন তো জীবনই
থামবার অবকাশ কোথা,
সময়ের ব্যবধানে কোন এক দিন
থেমে যায়, থেমে যাবে এই তো জীবন।
০৮ অক্টোবর।