জাতীয়

ছাত্রীদের নিরাপত্তার জন্য শিক্ষামন্ত্রীর দু’দিনের কর্মসূচি ঘোষণা

ভালুকা নিউজ ডট কম; ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সারা দেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা উল্লেখ করে এজন্য দু’দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে শনিবার সকলে  এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামানসহ আরো অনেকে।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১৮ অক্টোবর বেলা ১১টা থেকে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ মিনিটের প্রতীকী মানববন্ধন হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে সভা হবে ২০ অক্টোবর।

শিক্ষামন্ত্রী জানান, মানববন্ধনে সম্প্রতি বিভিন্ন হামলায় নিহত ছাত্রীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আহত ছাত্রীদের সুস্থতা কামনা করা হবে এবং মানুষরূপী এসব হত্যাকারীর বিচার চাওয়া হবে।

দুই এই কর্মসূচির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার সূচনা হবে। এ ছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এবিষয়ে কমিটি গঠন করে দেওয়া হবে। যারা এ ধরনের ঘটনায় সম্পৃক্ত হতে পারে বলে এই কমিটি মনে করবে, তাদের শোধরানোর চেষ্টা করবে। আর শোধরাতে না পারলে তাদেরকে কমিট আইনে সোপর্দ করবে, যোগ করেন মন্ত্রী।

সম্প্রতি ঘটে যাওয়া সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলা, কুমিল্লার তনু হত্যাকাণ্ডসহ অন্যান্য হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ  তিনি বলেন, আমরা উদ্বিগ্ন, মর্মাহত। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা সমাজের শত্রু। তারা মানুষ নামধারী পশু।

আমি কোনো দল দেখি না। যে অপরাধী, তার বিচার হবেই গত বৃহস্পতিবার বিকেলে সংসদে প্রধানমন্ত্রী এমন বক্তব্য তুলে ধরে মন্ত্রী বলেন, আশা করি কেউ বিচার করতে শঙ্কাবোধ করবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button