সম্পাদকীয়

ভালুকা মডেল থানা পুলিশের হোন্ডা মহড়ায় পূজামন্ডপ পরিদর্শন

মাহমুদুল হাসান ফোরাত বিশেষ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন ভালুকা মডেল থানা পুলিশ। হোন্ডাযোগে বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় মহড়া দেন মডেল থানা পুলিশের বিশেষ চৌকস টিম।শুক্রবার বিকেল ৪টায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম উপজেলার ভালুকা, রাজৈ, বিরুনীয়া, মেদুয়ারী ও উথুরা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। ভালুকা উপজেলায় এ বছর ৫৮টি মন্ডপে দূর্গাপূজা পালিত হচ্ছে । ভালুকা থানা পুলিশের হোন্ডা মহড়াটি বিকেল ৪টায় বের হয়ে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে রাতে ফিরে আসে।মন্ডপ পরিদর্শন কালে পূজায় আগত দর্শনার্থীদের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন। তিনি এ সময় উৎসবকে সার্বজনিন করতে প্রয়োজনীয় সকল প্রকার নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন উপস্থিতদের।পূজা মন্ডপ পরিদর্শন কালে ওসি মামুন অর রশিদ বিভিন্ন মন্ডপের সার্বিক পরিবেশ সম্পর্কে অবহিত হন এবং আইন শৃংখলা বিষয়ে খোঁজ খবর নেন।এ সময় বিভিন্ন পুজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ।ওসি মামুন অর রশিদ জানান,ভালুকা মডেল থানার সকল অফিসারের সমন্বয়ে ২০সদস্যের বিশেষ টিম ভালুকা ,রাজৈ ,বিরুনীয়া, মেদুয়ারী ও উথুরা  ইউনিয়নের প্রায় ২৫/৩০টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button