বিশ্বকাপ কাবাডিতে ইংল্যান্ডকে হারিয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক,ভালুকা নিউজ:আগের দিনের ক্রিকেটে খেলায় ইংল্যান্ডের কাছে মাশরাফি-সাকিবদে
ইংল্যান্ডের জার্সি গায়ে মূলত খেলেছেন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়েরা। রেইড, ট্যাকলে বাংলাদেশের সামনে সেভাবে দাঁড়াতেই পারেনি এবারই প্রথম বিশ্বকাপে খেলতে আসা ইংল্যান্ড দল। ৪০ মিনিটের ম্যাচে ১৫ মিনিটেই অলআউট ইংল্যান্ড! যার মানে প্রথমার্ধেই একটি লোনা তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ছিল বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে তুলে নেয় আরও দুটি লোনা। বাংলাদেশ যখনই পয়েন্ট পেয়েছে, তখনই টেলিভিশনের পর্দায় ভেসে উঠেছে লাল-সবুজ পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠা কিছু বাংলাদেশি দর্শকের মুখ। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গো বাংলাদেশ।’
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কতটা দাপুটে ছিল, তা ম্যাচ বিশ্লেষণের পরিসংখ্যানেই স্পষ্ট। ইংল্যান্ড শুধু রেইড থেকে পেয়েছে ১৩টি পয়েন্ট। কিন্তু বাংলাদেশ ৩৪টি রেইড পয়েন্ট পেয়েছে, ট্যাকল পয়েন্ট পেয়েছে ৯টি। লোনার সুবাদে ৬ পয়েন্ট এবং অতিরিক্ত পয়েন্ট পেয়েছে ৩টি।গ্রুপ পর্বে বাংলাদেশ পরের ম্যাচটি খেলবে ১১ অক্টোবর। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি। পরশু ভারত প্রথম ম্যাচে ৩২-৩৪ পয়েন্টে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে। বাংলাদেশ এর আগে দুবার বিশ্বকাপে খেলে দুবারই জিতেছে ব্রোঞ্জ।