প্রাণের বাংলাদেশবিভিন্ন দিবস
আজ থেকে টানা ৫ দিন ছুটির ফাঁদে দেশ
ঢাকা: পবিত্র মহররম ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। আজ মঙ্গলবার থেকে এ ছুটি শুরু হলো।
মঙ্গলবার ১১ অক্টোবর পূজার শেষ দিন। ১২ অক্টোবর মহররম। ফলে ১১ এবং ১২ অক্টোবর সরকারি ছুটি। এরপর আগামী ১৩ অক্টোবর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার হওয়ায় অনেক কর্মকর্তা সেদিন অঘোষিত ছুটি কাটাবেন।
এছাড়া আগামী ১৪ ও ১৫ অক্টোবর সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ।
এর আগে গত সেপ্টেম্বরে ঈদ-উল আজহা উপলক্ষে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়েছিল দেশ।
সোনালী ব্যাংকের একজন ডিজিএম বলেন, বৃহস্পতিবার ছুটি রাখাই ভালো ছিল। কারণ খোলা থাকলেও বেশির ভাগ কর্মকর্তা অফিস করবেন না।