ছড়াসাহিত্য সাধনা
স্মৃতি
আবুল বাশার শেখ
=======================
পথহারা পথিকরে ভাই
ঠিকানাটাও অজানা,
ভালবাসার মানুষ আজ
এতটুকুও চেনেনা।
আমার মনের দু’টি চোখে
তাকে নিয়েই ভাবনা,
সে হারালো জীবন থেকে
আমি এখন পাবনা।
ভালবাসি আমি তাকে
সারা জনম বাসবো,
তাকে না পেলে একাই
জনম ভরে থাকবো।
মনের ব্যথা কেউ বুঝেনা
একলা একা থাকি,
গভীর রাতে করুন সুরে
তাকেই শুধু ডাকি।
এখন আমার পথ ভিন্ন
পথ হারিয়েই চলি,
তপ্ত হৃদয় ব্যাকুল হলে
শান্ত হতে বলি।
এতটুকু শান্তি খোঁজি
পাইনা তবুও তারে,
হারানো প্রেমের স্মৃতি
আসে বারে বারে।
তারিখ- ১১ অক্টোবর, মঙ্গলবার ২০১৬।