জাতীয়

এখন ইলিশ মাছ কিনতে হলে যা করতে হবে

ঢাকা: মা ইলিশ রক্ষায় ইলিশের প্রজনন মৌসুমে দেশের ২৭টি জেলার নদ-নদী এবং উপকূলে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাই ইলিশ মাছ কিনতে হলে আপনাকে ২ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, যারা বুদ্ধি করে আগেই মাছ কিনে ফ্রিজে রেখেছেন তাদের জন্য টেনশনের কোন কারন নেই। যখন ইচ্ছে খেতে পারেন।

বুধবার (১২ অক্টোবর) থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ে নদী ও উপকূলীয় অঞ্চলে মৎস্য আড়ৎ, মাছ মজুদ, পরিবহন ও বিক্রি বন্ধ থাকবে।

ইলিশ শিকার নিষেধাজ্ঞার আওতায় থাকা ২৭টি জেলা হচ্ছে—চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী জেলার নদনদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button