৪মাসে কোরআনে হাফেজ ১২ বছরের শিশু নাসিম
শিহাব আল মামুন,কানাইঘাট থেকে: কানাইঘাট উপজেলার গাছবাড়ীস্থ ৭ নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নের বাণিগ্রাম গ্রামের ১২ বছরের শিশু নাসিম অাহমদ মাত্র ৪ মাসে কোরঅানে হাফিজ হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সে বাণিগ্রাম গ্রামের তরিকত উল্লাহ ও মিসবাহ বেগমের গর্বিত সন্তান। ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের স্থানীয় অাগফৌদ নারাইনপুর গ্রামের অাবু বকর সিদ্দিকি ( রা:) হাফিজিয়া মাদ্রাসা থেকে সে হিফজ সম্পন্ন করে। নাসিম এর অাগে তার নিজ গ্রাম বাণিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বিভিন্ন সামাজিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে সে বিভিন্ন বৃত্তিতে ভূষিহ হয়ে সবার নজর কাড়ে। হাফিজিতে ভর্তি হয়েও সে পুরস্কার অর্জন করে। অনেকটা দারিদ্র পরিবারের সন্তান হয়েও তার এমন প্রতিভার প্রশংসা করেছেন সবাই। অনেকেই বলেছেন এমন মেধাবীদের মেধা বিকাশে পড়াশুনা অাটকে থাকবে না,কেউ না কেউ এগিয়ে অাসবে। ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে নাসিম সবার ছোট। নাসিমের এমন ফলাফলে মহান অাল্লাহর শুকরিয়া অাদায় করে তাঁর গর্বিত মা মিসবাহ বেগম ও বাবা তরিকত উল্লাহ সবার দোয়া চান।