আন্তর্জাতিক
ট্রাম্প নির্বাচিত হলে বিপদে পড়বে বিশ্ব: জাতিসংঘ মানবাধিকার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্ব বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জাইদ রাদ আল হুসেইন। সংখ্যালঘু সহ অসহায় জনগোষ্ঠী নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এবং জিজ্ঞাসাবাদে নির্যাতনের অনুমতি দেয়ার সমালোচনাও করেছেন তিনি।
ট্রাম্পকে ‘খুবই গোলমেলে ও বিরক্তিকর’ বলে মন্তব্য করেন জাতিসংঘ কর্মকর্তা।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আরও বলেন, এরই মধ্যে ট্রাম্প যা বলেছেন তার ভিত্তিতে যদি তিনি নির্বাচিত হন এবং সেগুলো পরিবর্তন না করেন, তাহলে নিঃসন্দেহে তিনি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বিপজ্জনক হবেন।