তথ্য-প্রযুক্তি
পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে ডিএসইউ গ্রুপের ৩ অ্যাডমিন আটক

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি সংশ্লিষ্টরা। বুধবার বিকেলে রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা ফেসবুকে ডেসপারেটলি সিকিং আনসেনসর্ড (ডিএসইউ) নামের একটি গ্রুপের অ্যাডমিন।
পুলিশ জানিয়েছে, ফেসবুকে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে জাস্টিস ফর ওম্যান বাংলাদেশ নামের একটি সংস্থা লিখিত অভিযোগ করে। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অনুসন্ধান করে এর সতত্যা উদঘাটন করে। পরে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।