বিভাগীয় খবররংপুর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আজিজার রহমানের ছেলে সাইফুর রহমান (২৫), তার মা ছবিরন (৪২) ও স্ত্রী মমতাজ (২৩)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সাইফুর তার প্রতিবেশী আলতাব হোসেনের বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়েছিলেন। গুড়িগুড়ি বৃষ্টি ও বাতাসের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে যায়।

এ সময় সাইফুর বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে তার মা ছবিরন ও স্ত্রী মমতাজও আটকা পড়েন। পরে আলতাব মিয়ার বাড়ির মেইন সুইচ বন্ধ করা হয়। ততক্ষণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button