ভালুকার রম্য লেখক লালন মাস্টার আর নেই
ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামের মৃত সৈয়দ আলী ফকিরের ছেলে সমলা তাহের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, রম্য লেখক মোঃ লাল মিয়া ওরফে লালন মাস্টার বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২:৫ মিনিটে ভালুকা পৌরসদরের একটি চায়ের স্টলে স্টোক করলে তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। ব্যাক্তিগত জীবনে বন্ধুবৎসল, সদালাপী, সংস্কৃতিমনা ও রম্য লেখক এ শিক্ষকের মৃত্যু সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়লে সহকর্মী শিক্ষক সমাজেসহ তাঁর গুনগ্রাহীরা শোক প্রকাশ করেন। তিনি স্ত্রী, দু’মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে টায় তাঁর নিজ বাড়ী উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
তার অকাল মৃত্যুতে ভালুকা নিউজ ডট কম এর সম্পাদক সাংবাদিক সফিউল্লাহ আনসারী ও প্রকাশক সাংবাদিক আবুল বাশার শেখ শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য যে লালন মাস্টার দেশের বিভিন্ন পত্র পত্রিকা ও বিশেষ ম্যাগাজিনগুলোতে রম্য লেখক হিসেবে বেশ পরিচিত ছিলেন।