ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় ফায়ার সার্ভিস অগ্নিকান্ড ঘটলে কি করনীয় তার উপর একটি মহরা প্রদর্শন করেন।