ভালুকায় বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের উপর হামলা
ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া কাশর এলাকার এডভান্সড কম্পোজিট টেক্সটাইলের কয়েক শত শ্রমিক বেতনের দাবীতে (১৩অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের মাষ্টারবাড়ী মোড়ে সড়ক অবরোধ করে। এ সময় মহা সড়কে যান বাহন আটকা পরে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
শ্রমিকরা জানায় প্রত্যেক মাসেই বেতন দেয়ার সময় হলে মালিক পক্ষ তালবাহানা শুরু করে। নির্দিষ্ট সময়ে বেতন না পেলে অধিকাংশ শ্রমিকদের বাসা ভাড়া ও খাওয়া খরচ হাট বাজারের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রতি মাসের ৬ থোকে ৮ তারিখের মধ্যে বেতন দেয়ার কথা থাকলেও ২০/২৫ তারিখের মধ্যেও বেতন দেয়া হয়না। এজন্য প্রতি মাসেই শ্রমিকরা আন্দোলন করে থাকেন। বৃহস্পতিবার একই কারনে তারা মিল থেকে প্রায় ২ কিলোমিটার হেটে এসে মহাসড়ক অবরোধ করে। অবরোধের খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার আহবান জানান। কিন্তু শ্রমিকরা তাদের সিদ্ধান্তে অটল থাকায় ওই মিলের মালিক পক্ষের ভাড়াটিয়া লোকজন পুলিশের সহায়তায় শ্রমিকদের উপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। মহিলা শ্রমিকদের শান্তিপুর্ণ কর্মসূচীতে হামলা করায় বিভিন্ন মহল নিন্দা জানিয়েছে। এ ব্যাপারে মডেল থানার ওসি তদন্ত হযরত আলী জানান বে আইনিভাবে রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করায় তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে কোন হামলার ঘটনা ঘটেনি।
মিল কর্তৃপক্ষের সাথে সাংবাদিকরা এ ব্যাপারে কথা বলতে চাইলে তারা কিছু বলতে রাজি হননি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে যে কোন সময় আবারও গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে।