‘রামপাল প্রকল্প বন্ধে সব করবে বিএনপি’- শামসু্জ্জামান দুদু
ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথায় কর্ণপাত না করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎ প্রকল্প স্থাপন অব্যাহত রাখা হলে এই প্রকল্প বাতিল করতে যা যা করা দরকার বিএনপি তাই করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসু্জ্জামান দুদু।
জাতীয় প্রেসক্লাবের হলরুমে শুক্রবার দুপুরে ‘সুন্দরবন বাঁচাও : রামপাল কয়লা-তাপ বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে’ এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভার আয়োজন করে ঢাকাস্থ মোড়েলগঞ্জ-শরণখোলা জাতীয়তাবাদী ছাত্র ও যুব পরিষদ।
শামসু্জ্জামান দুদু বলেন, ‘বিদ্যুৎ আমাদের দেশে প্রয়োজন যা কখনো আমরা অস্বীকার করি না। আমাদের নেত্রীও বলেছেন এই প্রকল্প করতে হলে সুন্দরবন থেকে সরিয়ে অন্যত্র করুন। তার কথায় কর্ণপাত না করে যদি রামপালে বিদ্যুৎ প্রকল্প করার সিদ্ধান্ত অব্যাহত রাখা হয় তাহলে, এই প্রকল্প বাতিল করতে যা যা করা দরকার তাই করবে বিএনপি।’
তিনি বলেন, ‘যারা অবৈধভাবে এই চুক্তি করছে, উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করছে, আগামী দিনে নির্বাচিত সরকার (বিএনপি) ক্ষমতায় আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং এ সকল প্রকল্প পুণ:বিবেচনা করবে।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করে দুদু বলেন, ‘ইনু জাসদের ৪ খণ্ডের একভাগের সভাপতি। কাউন্সিলে সেটিও আবার দুই ভাগে বিভক্ত হয়েছে। সে আবার খালেদা জিয়া সম্পর্কে বড় বড় কথা বলে। তাকে বলবো বদমাইসি বন্ধু করুন। আপনার সমাবেশের দিনও যদি বিএনপির কর্মীরা হেটে যায় তাহলে আপনার কর্মীরা পায়ের নিচে পড়ে কেউ জীবিত ফিরে যেতে পারবে না।’
আয়োজক সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান বিল্লালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলটির শিক্ষা বিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, দেশ বাচাঁও মানুষ বাচাঁও আন্দলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, এনডিপির যুগ্ম-মহাসচিব শামসুল ইসলাম প্রমুখ।